STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

ভারতবর্ষ ও সংস্কৃতি

ভারতবর্ষ ও সংস্কৃতি

1 min
318

আজ সভ্যতা সমাজ আর্থসামাজিকতা বিপন্ন দেশে 

নাগরিকদের কথা শুধুই স্বপ্নে,আছে শুধু উন্মত্ততা সবখানে।


রাষ্ট্রের অবক্ষয়ের অযোগ্য নেতৃত্বের কারন’ মোসাহেব নেতা।

এই কঠিন সময়ে এক মন্দার মুখে

জনগনের চাহিদা যখন ‘ আকাশ ছোঁয়া'র 

স্বপ্ন দেখানো কল্পনায় বক্তৃতার ফুলঝুরি নেতার।

মাইক বাজিয়ে শুধু মিথ্যার ঝুলি,

বিক্রি করে শুধু ভোটের জন্য খালি 

রঙ্গমঞ্চে উন্মত্ত উত্তপ্ত ভাষার অভিনয়,

জনতা ফেলে আসা প্রতিশ্রুতির হিসেব চায়।

ভারতবর্ষ কি আজ শুধুই রাজনীতির খেলাঘর?

বিপন্ন ইউক্রেন ভয়ঙ্কর রাশিয়ার অত্যচারে,

মরছে হাজার হাজার নারী শিশু আঠারো মাস ধরে।

সেই মৃত মানুষদের পরিজনদরা চোখের জলে অসহায়,

খুঁজে বেড়ায় বিশ্ব শান্তির দূত ভারতের নেতা কোথায়?

ন্যায় আজ হয়েছে পাপ তাদের কাছে,

একরাশ দেশ নেতা সাপের বেশ ধরে আছে।

লিকলিকে সাপের মত হয়ে যায় ভোটের আগে,

এরাই জেতার পরে শুধু চমকায় তার গদির বলে।

কারাগারে এখনো কত বন্দী প্রতিবাদী মিথ্যের ফাঁদে,

হাড়হিম সন্ত্রাসের নিগূঢ় নীরবতায় আজ কারাগার কাঁপে ।


সরকার আর দল মিলেমিশে একাকার একে 

ইঁদুরের দাঁতের শব্দ পোষাকি সভ্যতার পোষাকে 

বন্যরা লজ্জিত,হায় এ মানব জাতির লজ্জার,

সৃষ্টির অপমান উপহাস,আবরন হীন সৃষ্টির কর্মদ্বার।


স্বদেশে মানূষ কেন বাস্তুহারা নির্মমতায় মানব কলিজা কাঁপে,

ভীত আজ দেশবাসী সৃষ্ট মেকি অমানবিক আইনে 

যা বারংবার ধরা দেয় জনতার মনের আয়নার গভীরে।

হে দেশবাসী, হে মানবপ্রেমী দেশ নেতা,

বিপন্ন দেশের মুক্তি কামী মানুষ শোনো কথা,

সময় এসেছে দেশকে রাহুর কবল মুক্ত করার,

আমার ভারতবর্ষ শ্রেষ্ঠ হবে জগৎ সভায় আবার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract