STORYMIRROR

Saibal Ray

Abstract Drama Tragedy

3  

Saibal Ray

Abstract Drama Tragedy

ভাঙা মন

ভাঙা মন

1 min
207

তিনি বল্লেন আজ রইবে না আর কাজ। 

কেজো মন বেকার হবে আবার। 

স্বপ্নময় মন বেকারের নাই ধন। 

পিশাচের দেশে পচা অন্ধকার। 

মনের দরজা, ভাঙা কব্জা, 

মচমচ শব্দ করে শুধু। 

কাগজের গোলাপ, বেকারের প্রলাপ, 

ফুলে নেই আর মধু। 

অবান্তর কথা, জব্দ মনের ব্যথা

শোনবার লোক নেই। 

পড়ে বৃষ্টি, অনাসৃষ্টি। 

হারিয়ে যায় খেই। 

সবার মাঝে সকাল সাঁঝে

স্বপ্ন উঁকি মারে। 

রূপোর থালা সোনার থালা

অধরাই যায় থেকে। 

তা থাকুক তা থাকুক

ভাবে মন বসে। 

সকাল বিকাল মনে তাল

বাজুক অবশেষে। 

পড়ুক বাজ, ঘোচাক কাজ, 

মৃত্যু আসুক ধেয়ে। 

ধড়ে ক্লান্তি, মনে শান্তি। 

দেখুক আত্মা চেয়ে। 

রইবে না কাজ, রইবে না সাজ। 

রইবে পোড়া দেশ। 

ভবঘুরে পালিয়ে যাবে। 

যজ্ঞ হবে শেষ। 

       


Rate this content
Log in

Similar bengali poem from Abstract