ভালোবাসার জন্ম (15)
ভালোবাসার জন্ম (15)
আমার জীবনের খাতার মাত্র
কয়েকটি পৃষ্ঠা আজও
খালি রয়ে গেছে তোমারই জন্য।
এসো আজ তবে আমার কাছে
তোমার ওই সুন্দর হাতের লেখায়
লিখে দিয়ে যাও দুটো প্রেমের কবিতা
আমার মনের পাতায় পাতায়।
আমি তা একবার নয়
বারবার পাঠ করে যাব
ওই উত্তাল জনসমুদ্রের মাঝে
মৃত্যুর আগে আমি শিখিয়ে দিয়ে যাব তাদের
কীভাবে ভালোবাসতে হয়।।