ভালোবাসা সীমাহীন
ভালোবাসা সীমাহীন
ভালবাসা, মানবজীবনের সবচেয়ে সুন্দর একটি অবস্থা,
মনের আলোয় প্রজাপতি, স্বর্গের একটি সুদূর তারা।
তোমার হাসি ছাড়াতে পারি না, সব কিছু অবাধ্য,
আমি তোমাকে ছাড়াতে পারি না,
তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সব কিছু।
প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তোমার প্রতি আমার অনুরাগ,
এই ভালবাসা এক জীবন চলে,
এই সত্য আমি প্রতিষ্ঠাপন করতে চাই সব সময়।
তুমি আমার জীবনের সূর্য, সব দিকে আলো ছড়াও,
তুমি আমার জীবনের সঙ্গী,
সব দুখের সাথে আমি হাসি করতে পারি কেন জানি না একইসাথে।
আমাদের ভালবাসা সীমাহীন,
অমর একটি গল্প, তোমার সাথে থাকার স্বপ্ন আমি প্রতিদিন লুকিয়ে থাকি,
যেন এটি শেষ না হয় কখনও।
ভালবাসা, আমি তোমার সাথে সর্বদা,
এটি আমার অঙ্গীকার,
তুমি আমার জীবনের প্রাণ, তোমার সাথে আমি সবসময় থাকতে চাই,
এই আমার কবিতা প্রতিষ্ঠাপন করার প্রয়াস।

