ভালোবাসা নীল তারা
ভালোবাসা নীল তারা
ভালোবাসা নীল তারা
প্রতিদিন ভাস্বর
তবু ছোঁয়ার সীমার অতীত।
পাখী উড়ে গেলে
অনেক পলক পরেও
হলুদ ডানার ছবি
কবিতার মতো জেগে থাকে
মনের গহন আবডালে ---
বেদনার গন্ধ ছড়ায়
যুগ যুগ ধরে।
এক স্বপ্নের নীল সন্ধ্যায়
প্রদীপ জ্বলা তুলসীতলায়
ভালোবাসার গন্ধে ---
স্পন্দিত হয়েছিল হেমন্তের বাতাস ---
আহা সেই সুখ জাগানিয়া স্পন্দন
পৃথিবীর কোনো দূরতম প্রান্তে
এখনও বেঁচে আছে
হয়তো বা
&nbs
p; জানিনা তা।
ভালোবাসার জীয়ন কাঠি
স্বপ্ন সায়রে সুরক্ষিত ---
ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর গল্পে পথ চিনে
পক্ষীরাজে চড়ে
সাত সমুদ্রে পাড়ি দেবো একদিন
যদি ঘুম ভেঙে কথা কয়
নীল তারা কোনোদিন।
দানবের চক চকে চোখ
পারবে না কেড়ে নিতে
আমাদের পৃথিবীর পুরাতন সুনিবির প্রেম।
অনেক ক্লেদাক্ত সোনা
আর হাড় হিম রক্ত চক্ষু
পারবে না
আমাদের আদিম শান্তির কুঞ্জবন
কান্নায় রক্তে বারুদের গন্ধে
ভরে দিতে।
পিশাচেরা পারবে না
রক্ত লোলুপ দাঁতে
প্রেমকে কুচি কুচি করে দিতে কোনোদিন।