ভালোবাসা মরন নাই
ভালোবাসা মরন নাই
খুব করে কান্না পাওয়া একটি দিন,
দু'চোখে স্বপ্ন ছিল কত রঙিন!
হাওয়ায় উড়ে যাওয়ার সাধটা তো বহুদিন!
বেদনার সুরে বাজে হৃদয় গহীন।
আমার মেঘলা আকাশটা আজও একলা ভীষণ,
বিন্দু বিন্দু জলে ভরা দু'চোখের কোন।
ব্যস্ততার এই নগরে আবেগ শূন্য সবাই যখন,
ভালোবাসার মিছে মায়ায় নামটা জড়িয়েছি তখন।
কত স্বপ্ন ছিল ছুয়ে দেখি তোমার হাত,
আজও ঐ মায়াকাড়া হাসিতে কাটে আমার নির্ঘুম রাত।
ভোরের আলোয় লালচে রেখায় দেখা দেয় প্রভাত।
সেই আলোতে দুঃখ-বেদনার ঠিকানাটা অজ্ঞাত।
বিষাদের ছায়াটা দেই যেন রুখে,
মিথ্যে হাসি জড়িয়ে এই মুখে।
সুনীল আকাশ, শ্যামল বাতাস আকুল করে ডাকে
স্মৃতির মায়া জড়িয়ে রাখি হৃদয়ের বাঁকে।
শেষকালে জানি,ঝরে যাবে গোলাপের পাপড়িটা
ফুরিয়ে যাবে গল্প কথার খাতাটা।
অফুরান বিষাদের মলাট ছুড়ে আমি যে গাই
এত যে দহন,বেদন,তব–ভালোবাসার মরন নাই।
