ভালোবাসা কি???
ভালোবাসা কি???


ভালোবাসা মানে ভাসা নাকি বাসা?
এই প্রশ্ন টা তাড়া করে বেড়িয়েছে আমায়
জীবন যদি সত্যি হয়ে থাকে তালে ভালোবাসা মিথ্যে নয়
মিথ্যে হতে পারে তাকে ঘিরে থাকা কল্পনার গল্প গুলো।
মিথ্যে হতে পারে রোজ দেখানো রঙিন স্বপ্ন।
আকাশ ঘিরে মেঘ করলেই বৃষ্টি না হতেই পারে
তাতে মেঘের আঁকড়ে ধরার চেষ্টা গুলো মিথ্যে হয়না।
মুহূর্তেরা বেঁচে থাকে তার সল্প সময়ের ঘেরাটোপে
ভালোবাসার মৃত্যু হয়না, ওরা রোজ জন্মায় নতুন ভাবে ।
রোজ কত শত ভালোবাসা খুন হয় জীবনের হাতে।
পথে হাঁটতে গিয়ে হোঁচট খেলে চলা থেমে যায়না
পথের দিশা বদলে যাওয়া আসলে টিকে থাকার প্রয়াস।
কোকিলের বাসায় শ্রমিক কাক ডিম পাড়ে আলস্যে নয়
বাসা গড়তে কি আর সবাই পারে?