STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

ভালো থেকো

ভালো থেকো

1 min
186

কোথাও গেলে যদি বলে যাও, সেটা ভালো হয়,

না, না, কথা দিচ্ছি, দুশ্চিন্তা রাখবোনা মাথায়।

চোখ দুটো, মনের সাথেই থাকবে তোমার পাহারায়,

কোনো আপদ-বালাই দূর থেকেই যেন ভয় পায় ।


না বলে গেলেই বরং, যত দুশ্চিন্তারা ঘিরে ধরে,

অযথা ভেবে ভেবে অকারণেই প্রেশার বাড়ে ।

তোমার না ফেরা পর্যন্ত কোনোরকম স্বস্তি নেই,

ঠিকঠাক আছো কি না, দিন যায় এটা ভেবেই।


চিন্তা ভাবনার তরঙ্গ, বাতাসে যে ছড়িয়ে যায়,

মুখে যতই বলি "ভালো থেকো", তা কি আর হয়!

চিন্তার সাথে তাল মিলিয়ে ঝামেলা এসেই যায়,

তবে দেখে-শুনে চলাফেরাটা কিন্তু তোমার হাতেই।


ভালো কথা ভেবো, সাবধানে থেকো, ভাববো এটাই,

দূরে গেলে, কাছে না থাকলেও থাকি তোমার সাথেই।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy