ভাগ হয়ে যায় ক্রমশ
ভাগ হয়ে যায় ক্রমশ


এক এক করে ভাগ হয়ে যায় ক্রমশ
মনুষ্য বিবেক
পৃথিবীর মানচিত্রে আঁকা হয়
বিভক্তির নগ্ন লাল তৈলচিত্র
ক্রোধ ক্রন্দন আর অনন্তর দহনের ভেতর
ক্রমাগত বেড়ে ওঠা এ গ্রহের প্রাণীকূল আজ
ধীরে ধীরে অবিশ্বাস্য রকমের অবিশ্বাসী
সন্দেহের বিষবাষ্প উড়ে বেড়ায়
শহর গ্রাম আর জনপথে বাধাহীন
চিরবন্ধনের গ্রন্থিগুলো ছিড়ে যায়
নাড়িচেড়া সন্তানও
একসময়ে হয়ে ওঠে বিদ্রোহী
সর্বত্র সংহার আর শাসনের বৈমাত্রেয় নিষ্ঠুরতা
একরত্তি স্বস্তি যেন অমাবশ্যার চাঁদ বিভক্তির
লাল আর নীল রেখার উপর দিয়ে
অবিরাম
হেঁটে যাচ্ছি আমি
হেঁটে যাচ্ছি বিভক্তির মন্ত্র জপ করতে করতে