STORYMIRROR

Madhuri Sahana

Fantasy

3  

Madhuri Sahana

Fantasy

ভাবনা

ভাবনা

1 min
78



আজ পাল্টে হচ্ছে কাল

কাল পাল্টে পরশু,

খালি চোখে দেখছি না

ভাবার মতোই কিছু ।।

একটা নতুন দিন 

একটা নতুন ভোর,

রান্না করে খাওয়া

আর রান্না খাওয়ার পর ।।

সাদা চুলের সংখ্যা

বাড়ছে নিজের মতো,

চামড়ার ভাঁজেও

হয়তো ডিফেক্ট দেখা যেত ।।

কিন্তু সাজুগুজু করে

দিব্য আছি বেশ ,

ফুরিয়ে যাওয়ার 

ভাবনার নেই কোনোই লেশ ।।

দুঃখ কষ্ট সাইড করে

মজা করেই আছি,

যমকে দেখে ভাববো তখন

মরে গেলেই বাঁচি ।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy