বেকার
বেকার
এই মেয়েটির লেখা ভালো ; ওই ছেলেটির পাঠ,
এখন ওরা দুজন প্রেমী ; কয়লা এবং কাঠ ।
গরীব ঘরের ছেলে আর ধনীর ঘরের মেয়ে,
এমন ধারা কম্বিনেশন- কি ভালো এর চেয়ে ?
গরীব ছেলে থমকে দাঁড়ায় গুটিয়ে পাততাড়ি,
গটগটিয়ে ধনীর মেয়ে যায় যে শ্বশুর বাড়ি।
মাটির কোঠা টিনের চালা জৈষ্ঠ্য রাতে বাসর,
হাতের মুঠোয় ধরা ফোনে বেজে যায় কাঁসর।
ফোন তুলে না শুধু দেখে নামটি তাতে লেখা,
কাঠের আগুন চুঁইয়ে পড়ে বদলে ভাগ্যরেখা ।
ধনী বর ব্যস্ত তখন বাগান বাড়ির ছাদে,
শুকিয়ে কাঠ বিয়ের বাসর ভরল আর্তনাদে।
জীবন এমনি লড়াই করে কাঠ কয়লার মত,
একের সাথে অন্যের মিল প্রেম যে পরিণত ।

