STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

বছর দশেক পর......

বছর দশেক পর......

1 min
204

কোথায় হারিয়ে গেল সেই সোনার দিনগুলো,

মনে কি পড়ে সেই সবদিন গুলো,

যখন তুমি আর আমি দুজনে ছিলাম একসাথে, 

দুজনে দুজনকে মেসেজ করতাম পাশাপাশি বসে? 

সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে যে লজ্জা লাগতো দুজনের,

সেটা কি আর এখন তোমার মনে আছে? 

কিন্তু সময় সব ভুলিয়ে দেয় যে, 

যে মানুষটা একসময় ফেইসবুকএর সার্চলিস্টএর টপ এ ছিল

সে আজ অন্যদের ভিড়ে না জানি কোথায় হারিয়ে গেল |

ধীরে ধীরে আমাদের ভালোবাসা টাও কেমন যেন হাল্কা হয়ে গেল তাই না? 

আজ দেখতে দেখতে দশটা বছর কেটে গেল

জানিনা এখন আর তোমার আমাকে মনে পড়ে কিনা!

কিন্তু যদি মনে পড়ে তো একটা কথাই বলবো,

চলো না আর একবার হই আমরা একসাথে..


Rate this content
Log in

Similar bengali poem from Romance