STORYMIRROR

Manik Goswami

Drama

3  

Manik Goswami

Drama

বৈশাখী ঝড়

বৈশাখী ঝড়

1 min
253


বোশেখি বিকেলে জাগে ঘূর্ণির ঘনঘটা,

নয়ন আড়ালে নীরব সূর্য্য রশ্মিচ্ছটা |

পৃথিবীর সাথে প্রকৃতি মেতেছে প্রেমে,

মাতাল অনিল ধাবিতেছে উদ্যমে |

অম্বরে আজ অমার অশনি নীরদে ,

গুরু গুরু ধ্বনি গরজে গভীর নিনাদে |

শিহরণ জাগে বৃক্ষ শাখের গায়,

ত্রস্তে কাঁপিছে যদি অঙ্গে ব্যাথা পায় |

বিহগেরা ভয়ে কুলার পানেতে ধায়,

ভীত গাভিকূল গোয়ালে ফিরিতে চায় |

জোয়ারের জ্বালা নদীর বুকেতে জ্বলিছে অহর্নিশ,

খেয়ালি খেয়া খরবায়ে খোঁজে দিশ |

সকলেই চাহে বদ্ধ রহিতে ঘরে, প্রশান্তির নীড়ে;

বৃষ্টির আশে চাষীর চোখেতে প্রাণের আলোক ঝরে |


Rate this content
Log in

Similar bengali poem from Drama