বাউল
বাউল


মেতেছি প্রানের আনন্দে
কি বা সুখ,কি বা দুখ
পথ চলার মধ্যে খোঁজা প্রানের পরশ
অন্তরের কোনো গভীর ছন্দে।
আনন্দের কোনো শেষ হয়না,হয়না কোনো শুরতবু ও চলতে থাকা নিয়ে বুকের দুরু দুরু।
চলতে থাকা কোনো অনন্ত পথে সঙ্গে নিয়ে একতারাটি
সঙ্গে নিয়ে মাটির চেনা সুর।।