বাঁকা জীবন পথে
বাঁকা জীবন পথে
বাঁকা জীবন পথে
মানিক চন্দ্র গোস্বামী
চলার পথটি গেছে বেঁকে,
পাক খেয়েছে পাকদন্ডীর মতো,
সামনে রাস্তা যায়না বোঝা,
আশার আলো দেখায়না ভবিষ্যৎও।
পেছন ফিরলে সামনে ভাসে
ফেলে আসা অন্ধকারের অতীত,
উপহাসের প্রতিধ্বনি যায় শোনা,
আগামী দিনেও জীবন অনিশ্চিত।
সোজা রাস্তায় চলার ইচ্ছেটুকু
মনের মাঝে উচ্ছ্বাসেতে নাচে,
বাঁকা পথের গোলকধাঁধার মাঝে,
জীবনমূল্য পাক খায় ঘোরপ্যাঁচে।
এগিয়ে চলার অভিলাষা সাথে,
পাড়ি দেবার ইচ্ছে বহুদূরে,
চলতে হবে এমন এঁকেবেঁকে,
নৌকো সঠিক বাঁধবো নদীতীরে।
প্রথম জীবনে কাঁচামাটির পথে
ধীরে চলতে হতো সাবধানে,
ভয় করতো বৃষ্টিধারায় ভিজে,
বিপদবাধা বাড়তো কাদার টানে।
বাঁধানো রাস্তা সামনেতে পেয়ে
দ্রুতগতিতে ছোটার চেষ্টা করি,
বর্ষাধারার পিচ্ছিল এই পথে,
কখন আবার হুড়মুড়িয়ে পড়ি।
