STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

3  

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

বাঁচতে চাই

বাঁচতে চাই

1 min
148



উত্তর.... উত্তর.... উত্তর....আজও

খুঁজে চলেছি!

অনেক প্রশ্ন আছে জমা মনের মাঝে?

উত্তর যে... এখনও পাইনি খুঁজে..!

আমি একজন মেয়ে!

বলতে পারো আমার অপরাধটা কোথায়?

কেন সবসময় আমাকেই দাঁড়াতে

হয় কাঠগড়ায়।

কেন সবেতেই ধরা হয় আমার দোষ!

কেন চেষ্টা করা হয় সবসময় আমাদের চার দেওয়ালের মধ‍্যে আটকে রাখার?

কেন জোড় করে চাপিয়ে দেওয়া

হয় সিদ্ধান্ত?

আমাদের মতামতের দেওয়া

হয়না কোনো মূল‍্য!

কেন সবাই ভুলে যায় আমাদেরও মন আছে!

আমাদেরও ইচ্ছা অনিচ্ছা আছে!

আমাদেরও কষ্ট হয়, অভিমান হয়!

আমরাও মুক্ত পাখির মত আকাশের

বুকে ডানা মেলে উড়তে চাই!

সোনালী রোদ্দুর গায়ে মাখতে চাই!

বাতাস হয়ে বইতে চাই!

ফুলের মতো ফুটতে চাই!

বৃষ্টির মত বাঁধাহীন ভাবে

ঝড়ে পড়তে চাই!

আমরা বাঁচতে.... চাই, আমরা...

বাঁচতে....... চাই,

মুক্ত মনে, স্বাধীন ভাবে,

নিজের পরিচয়ে বাঁচতে.. চাই...।





Rate this content
Log in

Similar bengali poem from Inspirational