STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

বাগানে রহস্য

বাগানে রহস্য

1 min
417

ফুলের ভেতর রঙের কুঁয়ো;

একটা অন্য পৃথিবী;

রহস্যের বেগুনি গাঢ় গন্ধ সেই কিনারায়;

মানসী আমার সাথে দেখা করে সেই ঠিকানায়;

তারপর মৌমাছির ডানা তাকে নিয়ে যায় আরেক ফুলে;

বেগুনি রং তখন কুচকুচে কালো রাতে,

অদৃশ্য হয়ে আমায় ঘুম পাড়িয়ে দেয়;

ঘুম ভেঙে দেখি সরে গেছে পৃথিবী অন্য ক্যানভাসে,

আমার বাগানের গোলাপ ফুল আমি হারিয়ে ফেলেছি;

আমার কাছে তখন সবটা আবার নতুন করে রহস্য;

মানসীর আরেক রূপ দেখে আমি স্তম্ভিত!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract