বাবু
বাবু


তোমার এসি গাড়িটা থামাও একটু
ওই লোকটার কাছে,
দুদিন ধরে আধাপেটা খেয়ে
যে তোমাকে চেয়ে আছে।
শীর্ণ শরীরে বহন করে সে
ক্ষুধার অভিশাপ।
তুমি তখন খাও মটন বিরিয়ানি,
দামী কফির কাপ।
তোমার ঘরে অঢেল খাবার
কেবলই নষ্ট হয়।
ক্ষুধার বিষে শরীর তার
ক্রমশ ক্ষয় হয়।
তুমি কেনো দামী কাপড়
শপিং মলে ঘুরে।
জীর্ণ বসনে শরীরে তার
কাঁপুনি রোগ ধরে।
তুমি চড়ো শখের গাড়ি
এয়ার কন্ডিশনে।
হাত পাতে সে সবার কাছে
দুটো পয়সায় সন্ধানে।
ওহে বাবু লোক!
এই পৃথিবী শুধু নয়তো তোমার একার ,
ভান করো না তাকে দেখেও না দেখার।
জেনে রেখো "চিরদিন কারোর
সমান নাহি যায়।"
কর্মদোষে রাজাও যে
ভিক্ষা করে খায়।