অসুস্থ পৃথিবী
অসুস্থ পৃথিবী


থমকে গেছে সভ্যতার গতি
অসুর দলের হানায়,
অসুস্থ পৃথিবী দেখছি আমি
দাঁড়িয়ে ঘরের কোণায়।
ব্যস্ত বিমান,ব্যস্ত স্টেশন
ব্যস্ততার কলরব।
দুশ্চিন্তার দূরত্বে আজ
হারিয়ে গেছে সব।
স্বজন হারানোর আর্তনাদে
বিষিয়ে গেছে বায়ু।
হও হুঁশিয়ার! নইলে দানব
কাড়বে পরমায়ু।
নিঃসঙ্গ মনে বন্দী জীবনে
মৃত্যুর অনুভব।
চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায়
সৎকারহীন শব।
শয়নে স্বপনে নিশির ডাক
কে তারে এড়াতে পারে!
মৃত্যু যে আজ রাবণ হয়ে
ওৎ পেতে ঘোরে ফিরে।
নিয়ে যাবে সীতা রাক্ষসপুরী
ডানা কেটে জটায়ুর,
আজ সন্ত্রাস!নিও না শ্বাস
জীবাণুযুক্ত বায়ুর।
সভ্যতার সূর্যে গ্রহণ লেগেছে
অশুভ অমাবস্যায়,
তবুও হৃদয়ে বাঁচবার আশা
প্রত্যশার গান গায়।
অন্তরে মাঝে আশার আলো
সযত্নে রাখি জ্বেলে,
অতীতের পাতায় ঠাঁই পাবে সব
দুর্যোগের মেঘ কেটে গেলে।
আধাঁর পেরিয়ে এ পৃথিবী
নতুন সকাল পাবে।
"একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে"।