হৃদয় অর্পণ
হৃদয় অর্পণ


আকাশের মাঝে শুক্লা দ্বাদশীর চাঁদ,
রাত জাগা পাখির চাঁদকে ছোঁয়ার স্বাদ,
রজনীগন্ধার সুবাস মাখা বাতাস।
হৃদয় জুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস।
অবসান আজ সকল প্রতীক্ষার,
তুমি আমি আজ মিলে মিশে একাকার।
হৃদয়ে লুকানো যত ছিল কথামালা,
দিলাম তোমায়, এসেছে মিলনমেলা।
আমার হৃদয়ের সম্রাজ্ঞী আজ তুমি।
সাত পাকে বেঁধেছি তোমায় তুমি।