মা
মা


মা মানেই....
যে মানুষটা পথ চেয়ে থাকে,
তুমি বাড়ির বাইরে গেলে,
মা মানেই...
যে মানুষটা জেগে থাকে রাত
তোমার গায়ে জ্বর এলে।
মা মানেই....
যে মানুষটা বড়ো মাছ পিস
তুলে দেয় তোমার পাতে,
মা মানেই.....
যে মানুষটা বিপদে আপদে
তোমাকে ধরে রাখে শক্ত হাতে।
মা মানেই....
যে মানুষটা নিজের খাবার
তোমাকে খাওয়ায় জোর করে,
মা মানেই......
যে মানুষটা তোমার ব্যাথায়
কাঁদতে থাকে উচ্চ স্বরে।
মা মানেই.....
যে মানুষটা নিজের ব্যথা
লুকিয়ে রাখে তোমার কাছে ,
মা মানেই.....
যে মানুষটা তোমাকে
খুশি দেখলেই বাঁচে।
মা মানেই ....
যে মানুষটা তোমার প্রতিষ্ঠার
স্বপ্ন দেখে দিন রাত,
মা মানেই.....
যে মানুষটার ভালোবাসায়
নেই কোনো খাদ।