বাবা
বাবা


কোলে পিঠে কাঁধে
প্রসারিত বুকে
কতনা করেছি খেলা
অতি শৈশবে।
নীরবে নিভৃতে
অতি সংগোপনে
আপন মাঝে রেখেছ
অভাব যন্ত্রনা,
অবুঝ আবদার
করি বারে বার
পূর্ণ করেছ সব
মনের বাসনা।
সুখ আমন্ত্রণে
শত আয়োজনে
অবলীলায় সর্বস্ব উজাড়,
ত্যাগের আনন্দে
প্রতিদিন উদযাপিত
উৎসব তোমার ।
ভালবাসা টা যেতনা দেখা
লুকানো ছিল অন্তরে ,
তন্দ্রাচ্ছন্ন নয়ন বালিশে যখন
বুলিয়ে দিত হাত আদরে।
শ্রদ্ধালো ভয়
ছিল সব সময়
ভাবতাম কী রাশভারি লোক!
খাবার টেবিলে একসাথে বসে
পড়েনি কখনো চোঁখে চোঁখ ।
আবদার যত ছিল মা'র কাছে
পূরন হত অনায়াসে,
ভাবিনি কখনও
পিছু অবদান ছিল কার পরশে!
এমন উচাটন
যখন তখন
জড়িয়ে ধরি ভালবেসে,
সামনে গিয়েও
হত পিছুটান
মা-ই ঠিকানা অবশেষে ।
আজ তুমি জড় চতুস্কোণে
জড়তা নেই মনে,
জড়িয়ে এ বুকে অশ্রু সিক্ত শোকে
ভাসি হৃদয় গহীনে ।
-------------------------------------