Sujit Kar
Abstract Others
পরিযায়ী তুমি শুধু নও বিহঙ্গ
নও তো শ্বেত-শুভ্র,
অঙ্গে অঙ্গে লোহিত বরনে
তুমি শ্রান্ত ক্লান্ত ঘর্মাক্ত--
কখনো বা শেষ ঠিকানায়
চির নিদ্রিত ।
মাঝপথে এসে
পরিযায়ী
জননী
সোপান
বাবা
স্বপনচারী স্বপনচারী
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না
মাদক মদেতে হয় কি অবসন্ন মাদক মদেতে হয় কি অবসন্ন
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ? তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি
অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে