মাঝপথে এসে
মাঝপথে এসে


মাঝপথে এসে
আবার----
ইচ্ছে করে নীল নীলিমায়
ভেসে যাই স্বপ্নের দেশে,
বয়সটাকে ছুঁড়ে দিয়ে
মিশে যাই রঙিন আবেশে
বাস্তবতার কড়াঘাতে
হতচকিত বিস্ময়!
ইচ্ছে গুলো নিরাশার
তিমিরেই পড়ে রয়।
অবশেষে এসে
কেন্দ্রবিন্দুতে মিশে
হল বোধোদয়,
মাঝ পথে এসে তাই বুঝি হয়!
----------------------------------------