অত্যাচারী স্বামী
অত্যাচারী স্বামী
সেদিনই হয়েছিল আমার সর্বনাশ
সেদিনটা ছিলো মাঘের মাঝ,
তার সাথে গেলাম শশুর বাড়ি
অঙ্গে ছিল কনের সাজ।
মনে ছিল গোলাপী স্বপ্ন
চোখের দৃষ্টি ছিল মাটি ছুঁয়ে,
সে এলো ফুলশয্যার রাতে
আমার ঘরে মাতাল হয়ে।
কোনো ভালোবাসা নয়,
নয় কোনো আলিঙ্গন,
সেই রাতে শুধু শরীরটা
ছিল তার প্রয়োজন।
বিয়ের বন্ধনে বেঁধেছি
হোক না স্বপ্ন চুরমার
তাই মুখ বুজে সই
তার রোজের অত্যাচার।
মনের ব্যথা মনেই থাকে
বেড়েই চলে অত্যাচার,
ভেবে নিলাম মরণ ছাড়া
কোনো উপায় নেই আর।
মরণ তবু এলো না তো
এলো ছোট্ট একটা প্রাণ,
জগৎ আমার বদলে গেলো
এমন কচি মুখের টান।
মনের মাঝে দারুন আশা
ছেলে বড়ো হলে,
সব কষ্ট দূর হবে
থাকবো রানীর হালে।
ছেলে এখন ইঞ্জিনিয়ার
বিদেশেই থাকে
কাজের পরে সময় কোথায়
মনে করবে মাকে?
সারাজীবন অত্যাচারেই
কাটিয়ে দিলাম আমি,
তবুও বলতে কেমন বাধে
আমার অত্যাচারী স্বামী।