অশান্তি
অশান্তি
অশান্তি
বিক্ষিপ্ত মনের ঘরে শান্তির সন্ধানে,
পথভ্রষ্ট পথিক সম ঘুরছি অকারণে।
জীবনের প্রতি পদক্ষেপে অশান্তির আনাগোনা,
সমাজ সংসারে অনুভবে পাই অবিরত যন্ত্রনা।
প্রেমের নিরিখে মনোমালিন্য সন্দেহ অবকাশে,
চাপা কান্নায় কোমল হৃদয় ভেঙে যায় অনায়াসে।
ঘরে বাইরে মতানৈক্যে অশান্তির পরিবেশে,
লোভ, লিপ্সা, ক্রোধ, ঈর্ষা এসেছে রিপুর বেশে।
মারামারি, হানাহানি, জুলুম, বর্বরতা,
চরিত্র থেকে হনন করেছে উদার মানবতা।
যেদিন থেকে অপরাধের বর্ধিত প্রবণতা,
লুপ্ত হয়েছে মানবিক গুণ, কলুষিত ভদ্রতা।
মন শুধু নয়, অশান্তিতে ভরে গেছে পরিবেশ,
অনাবিল হাসি কর্পূর সম হয়ে গেছে নিঃশেষ।
তবু আশা রাখি দূরীভূত হবে অহেতুক বিভ্রান্তি,
নম্র, ভদ্র মানব মননে ভরুক নির্মল প্রশান্তি।
