STORYMIRROR

Manik Goswami

Abstract Others

3  

Manik Goswami

Abstract Others

অর্থের দুই পিঠ

অর্থের দুই পিঠ

1 min
199


কনকনে শীতের আলো-আঁধারি সন্ধ্যায়

আমরা শহুরে মানুষ নেমে এসেছি রাস্তায়,

বাহারি গরম কাপড়ের বর্ম মোড়া শরীরে,

বড়দিনের উৎসবে মেতে উঠেছি তিমিরে।

চারিদিকে আলোর জমকালো রোশনাই,

জনতার ভিড়ে শীতের প্রবেশ নাই।

নাচগান, হুল্লোড়ে আমোদিত প্রাণ,

রঙিন পানীয়ের সান্নিধ্যে তৃপ্তির গান।

গরম শরীর ছেড়ে শীতের পরিত্রান।

লিঙ্গের ভেদাভেদ নেই মেলামেশায়,

ঢলাঢলি করে গায়ে পড়াটাই সম্মান বাড়ায়।

হাতে সিগারেট, মুখে পানীয়ের ছোঁয়ায়,

চোখে শূন্য দৃষ্টি, শরীর মজেছে নেশায়।

আমরা সবাই রাজা এই শীতের সাঁঝে,

শরীর, মনে খুশির তালে ডিসকো বাজে।

অপচয়ের নেশার ফাঁদে বন্দি হয়েছে শীত,

প্রাণের মাঝে খুশির আমেজে গাইতে থাকি গীত।


খোলা জানালায় চোখ গিয়ে পড়ে পাশের বস্তি ছায়ে,

হিমেল শীতের সন্ধ্যা কাটে টুকরো জামা গায়ে।

গরম কাপড় কোথায় পাবে আকাশ ছোঁয়া দাম,

ত্রানে কম্বল কেউ যদি দেয়, বুকে লিখে রাখে নাম।

জোগাড় করেছে শুখনো পাতা, গাছের শুখনো ডাল,

আগুন জ্বালিয়ে গরম তাপে উষ্ণ থাকার তাল।

দল বেঁধে সবে ভিড় করে বসে আগুনের চারিপাশে,

হৈ চৈ আর কোলাহলে মেতে জমিয়েছে পরিবেশে।

শুখনো দুটি রুটির সাথে রাতের খাওয়া সেরে,

মহানন্দে নেচে বেড়ায় উনানের চারিধারে।

সামান্যতেই কত খুশি তারা, কঠোর পরিস্থিতি,

সাতমহলার বৈভব নেই, ছড়িয়ে রেখেছে প্রীতি। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract