STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

অপরিচিত

অপরিচিত

1 min
418

Nov.21   stranger  Team A


অপরিচিত 

মানিক চন্দ্র গোস্বামী


ভালোবাসি আমি দক্ষিণের মলয় বাতাস,

হঠাৎ আসা দমকা হাওয়া আমার অপরিচিত।

সাত মহলার রাজপ্রাসাদের গরিমায় অভিভূত।

দৈন্যতার কাতরতা আমার অপরিচিত।

সুখের সাগরে গা ভাসিয়ে স্বাচ্ছন্দ্যের আশায়

দুর্দশার ব্যাকুল ছবি রইলো অপরিচিত।

তোমার হৃদয়ের হাজারো ক্ষতের দাগ

এলোনা আমার দৃষ্টির গোচরে,

খুশির বন্যায় ভেসে রইলাম শুধু

বাহ্যিক পরিচয়টুকু রয়ে গেলো অন্দরে।

অবাস্তবের অসীম আকর্ষণে বাস্তব অপরিচিত,

অবিশ্বাসের দুর্দম চাপে বিশ্বাস অপরিচিত।

চোখের ভাষায় তুমি আমার রইলে অপরিচিত,

ভ্রমে ভরা পরিচিতির মাঝে রইলাম বিচ্যুত।

নিজের বিম্বকে বোঝার চেষ্টা মনের দর্পনে,

অবাক বিস্ময় আবদ্ধ রইলো ঘৃণ্য চোখের কোণে।

নির্নিমেষ দৃষ্টিতেও পেলাম না পরিচিতি,

নিজের কাছে নিজেই অপরিচিত।

অন্তরের বিরাগ বোধ প্রকাশিত নয় বিম্বে,

উপহাসের মনোভাবে উপেক্ষা আমার রন্ধ্রে।

বিরাট পৃথিবী কখনো হলো না আমার পরিচিত,

প্রতিবিম্বের মানস সত্ত্বা রইলো অপরিচিত।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract