অপেক্ষা
অপেক্ষা

1 min

2.9K
শতবর্ষ অপেক্ষায়,
এই মরুর তটে আমি।
কোথা হতে নোনা জলের ঢেউ,
আসলো আজই নামি।
বিন্দু বিন্দু মুক্ত ধারা,
আসলো যখন নেমে,
মরীচিকাও লজ্জা পেলো,
স্মৃতির কথা শুনে।
শর্ত গুলোও বড় চেনা,
ফুলের চেয়েও সোনা দামি।
মরুতে তাই ফুল ফোটেনি,
অপেক্ষায় আমি।