অন্যঘর
অন্যঘর


জলের নিচে ঘর
জলের উপর ছায়া-
জলের মধ্যে ক্ষেত
ক্ষেতের মধ্যে নারী।
আমায় ডাকতে পারো
ভিন্ন স্বরে ডাকো
ঘুমিয়ে আছে জল
ঢেউ দিতে কি পারি।
না পারাটাই পারা
ঘুমিয়ে ফুল ফোটে
কেমন হাসছে দেখো
প্রতিবিম্ব তার ই ।
বুদবুদ তার স্বর
জলের নিচে ঘ র
জলের উপ র কারা
শানায় তরবারি।