অনুভুতির শব্দ কলমে জয়িতা
অনুভুতির শব্দ কলমে জয়িতা
চাঁপা ফুলের গন্ধ কোনোদিন খুব কাছ থেকে নিয়েছো!
আমি নিয়েছি।তাকে হাত দিয়ে ছুঁয়েছি।
এক ফোঁটা বৃষ্টি যখন ঠিক তোমার ঠোঁটের ওপর পড়লো,তাকে জিভ দিয়ে ছুঁয়ে দেখেছো!
আমি আজ নিলাম তার ঘ্রাণ,আমি আজ দুহাত দিয়ে আগলে রাখতে চাইলাম তাকে।
কিন্তু অনুভূতিকে ধরে রাখা ভীষণ শক্ত।
তাকে হৃদয়মথিত করে আটকে ফেলা যায়।কিন্তু বাস্তবে সে হয় এক প্রগাঢ় স্রোতের কুলকুলিয়ে ওঠা অস্থিরতা।
স্পর্শ করা যায়,কিন্তু হৃদয়ের বাস্তবতার কাঠিন্য তাকে রোধ করে।
তবু সে বাঁচে।
তবু তুমি নিজেকে আবদ্ধ রাখনি।আজকাল বেশিই ভালোবাসছো দেখছি।
হলুদ ফুলের মোহ তাহলে এবারও কিছু ঘটালো।
পনেরো বছরের তিলে তিলে মরার পর নতুনভাবে বাঁচতে আবার ইচ্ছা করে যে।
তুমি থাকবে তো সাথে?
অপেক্ষায় রইলাম আজীবন।

