STORYMIRROR

Jayita Banerjee

Tragedy Inspirational Others

3  

Jayita Banerjee

Tragedy Inspirational Others

কবিতা চোরাবালি কলমে জয়িতা

কবিতা চোরাবালি কলমে জয়িতা

1 min
270

না ,সন্তানসুখ টা পেলো না জয়ী।কি জানি ভাগ্যে কি লুকানো আছে।

খুঁজছিল তার চাবিকাঠি ওই বালুচরে।কিন্তু যে ঢেউ এসে নিয়ে গেল সে কি আর ফিরিয়ে দেবে।

এই অনুভূতি সম্পূর্ন নিজস্ব।

হঠাৎ একদিন স্বপ্নে "মা"ডাকটা শুনে বিছানায় রাতের বেলা ধড়াস করে উঠে বসে।

কপালে টিপ টিপ ঘাম।এসি টা চলছে।কিন্তু হাঁসফাঁস করে কষ্টটা কিছুতেই কমছেনা।

বুকের ভিতর জমতে থাকা একমুঠো অনুভূতি আজ যেন গোগ্রাসে গিলতে আসে ওকে।

তবু জয়ী চেষ্টা করে সবটুকু আঁকড়ে চলতে,পথে কাঁটা,পায়ে বিঁধেছে, রক্তাক্ত হচ্ছে,তবু সে চলবেই।

চোরাবালির গহ্বরে সে তার ভাগ্যের চাবি খুঁজে বের করবেই।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy