STORYMIRROR

Jayita Banerjee

Romance Tragedy Others

2  

Jayita Banerjee

Romance Tragedy Others

অন্তরালে

অন্তরালে

1 min
124


বইটি হাতে নিয়ে দেখলাম।মলাট টা বহু পুরাতন মনে হলো।

তাও এককোণে ছোট্ট কলমে,"নীহারিকার জন্য দেবাঞ্জনের উপহার।"

উল্টে পাল্টে দেখতে গিয়ে একটি পুরানো ভাঁজ করা পাতা চোখে পড়েছিল।

হয়তো বা কোনো প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে

তার নিজের প্রিয় কবিতাটি শোনাবে বলে রেখেছিল।

কিন্তু ভাঁজটি এতই গভীর মাঝ থেকে ছিঁড়ে যাচ্ছে।

বহুদিন সেই পাতাটি খোলবার সময়ই হয়নি।

কারণ উপহারের উপলক্ষ্য হারিয়ে গিয়েছিল।



Rate this content
Log in

Similar bengali poem from Romance