STORYMIRROR

Jayita Banerjee

Abstract Tragedy Others

3  

Jayita Banerjee

Abstract Tragedy Others

কবিতা ললাট কলমে জয়িতা বন্দ্যোপাধ্যায়

কবিতা ললাট কলমে জয়িতা বন্দ্যোপাধ্যায়

1 min
234

পুলকিত জ্যোৎস্নার আলো মাখা রাতে খুব ইচ্ছে করত তোমার বুকে মাথা রাখতে।

অঙ্গীকারবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা জন্মেছিল একনিমেষে।

কিন্তু সহসা ধূলিসাৎ হলো।

প্রেমের জোয়ার নদীতটে চুম্বনের আগেই হারিয়েছিল

ছলছল চোখে অবদমিত বদনে তুমি কাছে টেনে নিতে চেয়েছিলে।

কিন্তু পরাজয় স্বীকার ভাগ্যের কাছে।

আবার পরদিন হয়তো সেই কলঙ্কিত জ্যোৎস্না অধরে চুম্বনের আশায় থেকে থেকে অধীর হয়ে উঠবে।

সেদিনও আমি অপেক্ষমান হবো শুধু তোমার জন্য।

ললাট সেদিন খণ্ডাতে অব্যর্থ এই পরিণয়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract