অঙ্গীকার
অঙ্গীকার


এসো অঙ্গীকার করো,
এসো হাতে রাখ হাত।
এসো লালন করি শৈশব
যারা অঙ্কুরিত আজ।
জেনো, আগামীতে বৃক্ষ হবে ওরা
করবে বিশুদ্ধ ধরণী তল।
যে বিষের বাষ্পে ভরেছে ধরা
তাকে করতে নির্মল,
বাড়িয়ে দাও তোমার সামর্থ্য,
আছে যতটুকু সম্বল।
ধ্বংস করেছে বিজয়ী সভ্যতা
তার বিস্তার পথে বাধা হওয়া,
অরণ্য জঙ্গল যত!
জীবন বায়ু তাই
নিঃশেষিত প্রায়---
আর, ফুসফুস ভরছে বিষে।
যে শিশু জন্মেছে আজ তোমার ঘরে
এসো প্রতিজ্ঞা করো,
দেবে তারে উপহার----
সবুজের শীতল ছায়া
অথবা
রং বেরঙের পাতা বাহার....।