STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

অনামিকা

অনামিকা

1 min
20

আলরেখা ধরেও হারিয়ে যাওয়া যায়;

সীমানার বাইরেও পৌঁছনো যায়|

কিছু অফুরন্ত কথা,

কয়েক ঠোঙা পৃথিবী ও একঝাঁক বোধ,

হৃদয়ের পটভূমিতে ঘুরপাক খায়,

যেভাবে সমুদ্রে ঘূর্ণি|

অনায়াসেই পাঁজরের শিকলটা ভাঙচুর করে,

সবটাই তছনছ করে দেয় -

কেঁপে ওঠে দৃষ্টি|

অজানায় তোমায় খুঁজে পেয়েছি বলেই,

একথা বিঃশ্বাস করি, অনামিকা;

শিশিরের জন্যে সন্ধ্যে অপেক্ষা করে,

পাতা তাকিয়ে থাকে আকাশে|

তুমি পথ চেয়ে থাকো -

পাতা পড়ে না চোখের|

ফিঙের নরম ডানায় এক অমাবশ্যায় উড়ে যাই,

জোনাকি হয়ে তুমি ফুটে ওঠো কালো চাদরে|

পথ ভুলে ঠিকানাহীন কোনোদিন,

হারিয়ে যাই পুরোনো গ্রামের মাঠে|

দেখা হয় আমাদের লাল-মাটির দেশে,

ভুট্টা ক্ষেতের নরম সবুজে;

সমুদ্রের পাড়ে লক্ষ্য বছর ধরে,

ঢেউয়ের নিয়মিত আসা-যাওয়া দেখতে-দেখতে,

আমি ক্লান্ত;

অক্লান্ত নিমন্ত্রণ এখনো যে করো তবে?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract