STORYMIRROR

Supratik Sen

Fantasy

3  

Supratik Sen

Fantasy

অমূল্য রতন

অমূল্য রতন

1 min
17.1K


টাকাকড়ি সোনাদানা জিনিস রাশিরাশি

মানসম্মান, প্রতিপত্তি থাকুক ঠাসাঠাসি

সবই বেকার মনের মাঝে না যদি রয় খুশি

আর সবার আগে সবার মুখের সহজ সরল হাসি

মিথ্যে হাসির মেকাপ ক’রে ক্লান্ত হয় যে মন

সত্যি হাসি ভিতর থেকে কাঁদে সারাক্ষণ

এই দুনিয়ায় সবকিছুই কিনতে পাওয়া যায়

রকমারি বাইরের সুখ সবাই পেতে চায়

এত পেয়েও কেন তবু মনের হাহাকার

ফুটে ওঠে মুখের ওপর নিয়ে অনেক ভার

আমরা যে তাই খুঁজছি দেখ তাদের দিনেরাতে

জিতে নিতে পারছি কোথায় দুঃখী ভূবনেতে

বল দেখি কোন পথেতে আসবে গো সেই হাসি

কেমন ক’রে মনের মধ্যে উঠবে ভ’রে খুশি

ভিতর যদি নির্মল হয় সুচিন্তার বলে

সে পথেতেই ফুটবে তারা সকালে বিকালে

মনটা খুলে রাখো সদাই চিন্তিত ভাই বোন

ভিতর থেকে পাবে সবাই অমূল্য রতন


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy