অমানুষ
অমানুষ


আমাদের সমাজে আছে
হাজারো রকম মানুষ
এই মানুষের ভিড়ে আছে
গুটিকয়েক অমানুষ।
চেনা ভারী সঽজ তাদের
মিষ্টি মুখের বুলকানি
মিষ্টি হেসে বলে ওরা
হাজারো রকম গুনগানি।
তাদের চালচলন,জামা
কাপড়ে দেখি মারহাবা
গুনে খেয়েছে মাথার মগজ
বলতে পারি তাহা?
কত উৎসব কুরবানি
দেয় গো ওরা,গরু-পাঠা
সমাজ পতির হীন মাথা
কিনছে তা বড় বেটা।
সন্ধ্যা বেলা চায়ের চুমুকে
চুমুকে দেয় ভাষণ
যুগে যুগে গ্রাম সমাজ, দুষ্টে
লোকে করে শাষন।
দুষ্টু লোকদের ,তুমি নাগো দাও
একটু খানি দেনা
পীড়ন করে সব কেড়ে নেবে
তোমার ষোল আনা।
দেখবে তুমি হিসেব করে,
মেলবে না অংক কষে
এই ভিটা জায়গা শূন্য হয়ে
রবে রাস্তার পাশে।
সমাজের দুষ্টের ভিড়ে, বিচার
দিবে তুমি কাকে?
সুখ ফেলবে জলের ঘাটে-
নিশ্বাস ফেলবে নিজের বুকে।