বর্ণমালা
বর্ণমালা


লক্ষ্মী সোনা বাবা আমার
বইটা হাতে ধরো
বাংলা ভাষার বর্ণমালা
মন দিয়ে আজ পড়ো।
বাংলা ভাষার বর্ণমালা
পড়তে মধুর লাগে
ভোর প্রভাতে উঠে পড়ো,
সূর্য উঠার আগে।
পড়বে যত শিখবে ততো,
বলছি তোমায় আমি
শিখলে তুমি জানতে পাবে
ভাষা কেমন দামি।
কিনে দেবো বাজার থেকে
মজার মজার খাবার
মনের সুখে খেয়ে বসবে
পড়তে তুমি আবার।
মায়ের বুলি বাংলা ভাষা
পড়তে লাগে ভালো
লেখাপড়া শেষে তুমি
ছড়াও জ্ঞানের আলো।
সালাম,বরকত রক্ত দিলো
আনতে বাংলা ভাষা
শিখবে তুমি বর্ণমালা
এটাই আমার আশা।