অখিল মনির

Classics

4  

অখিল মনির

Classics

মায়ের মধুর নাম

মায়ের মধুর নাম

1 min
660


মাগো তুমি কেমন আছো

জানতে ইচ্ছে করে, 

তুমি বিহীন মাগো আমার

চোখের জল যে ঝরে ।


পেটের দায়ে  পড়ে আছি

তোমায় ছেড়ে দূরে

তোমার কথা স্মরণ হলে

হৃদয় যায় যে পুড়কাজে গেলে ঐ মধুর নাম

জপি এই অন্তরে,

মন যে কেমন করে আমার

প্রাণটা কেমন করে ।


মাগো তুমি ঘুম পড়াতে

দোলনা ঠেলে ঠেলে,

শান্তির পরশ পেতাম আমি

তোমার সোহাগ পেলে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics