অমাবস্যা - ৪
অমাবস্যা - ৪

1 min

383
অন্ধকারকে আকাশ বরণ করে নেয় নিশ্চুপ উল্লাসে,
তবু আবছা আলোয় মনঘরে জেগে থাকে প্রতীক্ষারা;
নিশীথ রাতের স্তিমিত বাতাসে শব্দের আনাগোনা -
আঁধারকেও ভালোবাসা যায় এই কলমের আখ্যানে,
তৃষিত প্রাণ উন্মুখ হয় একমুঠো আলোর সন্ধানে;
তমসার বলয়েও আশাপ্রদীপ জ্বালিয়ে রাখতে হয়,
জেনো, জোনাকির আলো পথ দেখায় অমাবস্যাতে।