STORYMIRROR

Subrata Nandi

Classics

2  

Subrata Nandi

Classics

অমাবস্যা-২

অমাবস্যা-২

1 min
433


অমাবস্যার সাথে সম্পৃক্ত মননের বোবাকান্নারা,

জীবনদায়ী কল্পনা বায়বীয় হচ্ছে চক্রবৃদ্ধি হারে;

আরও বেশি করে অবনমিত মৃত্যু পরোয়ানার সম্মুখে দাঁড়িয়ে,

সমানুপাতিক প্রতিষেধক এখন অপ্রাসঙ্গিক রূপকথার দর্পণ,

লাশকাটা ঘরে প্রতীক্ষারত আমিত্ব,

উত্তরণের শেষাংশ জমা দেওয়ার অপেক্ষায়।

শবদেহের অন্তরালে নষ্ট একটি প্রস্ফুটিত জীবন,

পূর্ণিমার রাতে অনুরণিত ছিল অবিশ্বাসের জবানবন্দী!

আজ অমাবস্যায় মৃত্যুকে আপন করার সন্ধিক্ষণ।

মায়ের আঁচল থেকে নাড়ির বন্ধন ছিিন্নভিন্ন হোক অমানিশায়।


Rate this content
Log in