STORYMIRROR

falguni giri

Tragedy

3  

falguni giri

Tragedy

অলিখিত ডায়েরি

অলিখিত ডায়েরি

1 min
912


সবার মাঝে উপুড় হয়ে

শুয়ে থাকে কিছু গুণ,

সুযোগ পেলেই পায় প্রকাশ 

ধরে না তাতে ঘুণ।


সময়ের চাকায় পিষে আজ

অনেকের জগৎ অন্য, 

উল্টো দিকে চলে কজন

সংখ্যাটা যে নগন্য।


ইচ্ছের সলতে জ্বলতে জ্বলতে

নিভে যায় অবশেষে, 

নদীর জল স্রোত হারায়

ক্রমাগত পলি এসে।


অলিখিত নিখোঁজ ডায়েরি 

তাদের খবর রাখে,

জীবনের ছেঁড়া লিপিরা

ধূসর বিষাদ মাখে।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Tragedy