STORYMIRROR

falguni giri

Inspirational Others

3  

falguni giri

Inspirational Others

টুকরো হৃদয়

টুকরো হৃদয়

1 min
363


ভিড়ের মাঝে একলা ভীষণ 

মুখোশ পরা সবাই যখন, 

অন্ধকার ঢাকছে 

রংতুলি মাখছে 

শিয়রেই আসছে শমন।।


ব্যথাতুর যেই হৃদয় দেখে

আতর গন্ধে প্রলেপ মাখে, 

অনুভবে শোক

মিটিয়ে সব ক্ষোভ 

মিছে ভরসার হাতটি রাখে।।


বিশ্বাসের সাঁকো তৈরি হয়

কদম সুবাস বড্ড নির্দয়, 

তখনই সব ইতি

সোহাগ আর পিরিতি 

টুকরো ছবি কাঁদে হৃদয়। 


মুখোশের ভয়ে চোখ বুজে

সম্পর্কে রোজ আলপিন গুঁজে-

শুরু হয় সৃষ্টি 

মন জুড়ে বৃষ্টি 

কবিতা পায় অক্ষর খুঁজে।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational