অলৌকিক অন্ধকার ll সনেট
অলৌকিক অন্ধকার ll সনেট
এক দিকে কত আলো হাসি গান সুরের লহরী
কেলিমগ্না রজনীর চোখ দুটি বড়ই উজ্জ্বল
ক্ষুধার যন্ত্রনা নিয়ে নাতিদূরে রাতের প্রহরী
অলৌকিক অন্ধকারে জ্বেলে দেয় অভুক্ত অনল
স্বপ্নহীন যুবকের ঢল নামে নগরে নগরে
সজীব বসন্ত যেন পোকা ধরা ফসলের মাঠ
সহস্র কিশোরী মেয়ে পড়ে থাকে রাতের বিবরে
আমার সোনার দেশে স্বপ্নগুলো হয়েছে লোপাট।
মানুষেরা কত আর শুনে যাবে প্রত্যাশার বানী
স্বপ্ন খেয়ে আলো খেয়ে কতদিন বেঁচে রবে তারা
এই সব শ্রমনারী কত দিন টেনে যাবে ঘানি।
আলোর জ্যোতিতে ভরা দেশ জুড়ে শুধু দিশেহারা
অলৌকিক অন্ধকারে একা তারা মহাকাল ধরে
সুদিনের প্রতীক্ষায় পড়ে থাকে কৃষ্ণ গহ্বরে।