STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Abstract Inspirational Children

3  

POET MD HEDAETUL ISLAM

Abstract Inspirational Children

অদম্য আমার বাবা

অদম্য আমার বাবা

1 min
167


অদম্য আমার বাবা

মোহাম্মদ হেদায়েতুল ইসলাম

নদীর এক ছোবলে বাবা আমার নিঃস্ব হয়ে ছিলেন,

ভাংগেননি বাবা সব হারিয়ে ধৈর্য্য ধরে দিনের পর দিন লড়েছিলেন।

সহায়হীন সম্বলহীন বাবা কভু বেছে নেননি ডাকাতি বা চুরি,

অভুক্ত বাবা আমার দিনের পর দিন করেছেন দিন মজুরি।

শুকনো দুটি রুটি বাবা খাইতেন দু'বেলা,

নিজে না খেয়ে আমার তরে আনতেন খাবার যে মেলা।

বাবার আনা খাবার টুকু আমি খাইতাম মিলে,

কষ্টার্জিত টাকা দিয়ে বাবা সংসার গড়ে ছিলেন তিলে তিলে।

জীবন সঙ্গীনির হঠাৎ বিয়োগে বাবা কেঁদেছিলেন বারেবার,

শপথ নিয়েছিল বাবা বিপর্যয়ে মানবেন না কভু হার।

ছেড়া জুতো নিজে পরে বাবা আমায় নতুন জুতা দিতো,

অসহায়ত্বে কাঁদলে বাবা বলতেন কেন হচ্ছো ভীতো।

হাজার কষ্ট লুকিয়ে বাবা কেমন করে হাসত,

আমার হাসি মুখটাকেই যে বাবা প্রচণ্ড ভালোবাসত,

বাবার কথা সৎ থেকে মানবের সেবা করবে তুমি এই ভবে,

ঘৃণা দিয়ে কে বা কারা মানুষের মন জয় করেছে কবে?

হিংসা বাদ দিয়ে হাসবে সবার সুখে,

অসহায়ের পাশে দাঁড়াও কাঁদবে মজলুমের দুঃখে।

সৎ পথের আয়ে একটি রুটিও যত্ন করে খাবে,

অসৎ পথে বাড়ি-গাড়ি যাই পাও কভু নাহি ঐপথে যাবে।

আলসেমি আর ভয়কে তোমার মাঝে কভু দিবে নাকো ঠাঁই,

মানবিক সব কাজের মধ্যেই আমি তোমাকে দেখতে চাই।

কষ্টে-দুঃখে বিপর্যয়ে সমানতালে এখন ও বাবা কাজ করে,

কাজ করেছে,করবেই অদম্য আমার বাবা কারও ধার না ধরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract