STORYMIRROR

Sanjoy Roy

Tragedy Classics

4  

Sanjoy Roy

Tragedy Classics

অদ্বিতীয় ভালোবাসা

অদ্বিতীয় ভালোবাসা

1 min
296

হ্যা! আমি সেই হয়তো পৃথিবীর প্রথম ব্যক্তি

যে, দ্বিতীয়বার তোমায় পাগলের মতো ভালোবেসেছি।

হ্যা! আমি সেই অদ্বিতীয় যে দ্বিতীয়বার সমুদ্র ভরা স্বপ্ন দেখেছি কিনারাহীন নৌকোর নাবিকের মত।

 সামান্য মূল্যবোধের, প্রিয়জন নই

সেই বড় বড় 'এসএমএস' এর অপমান হয়েছে বারংবার, 

তোমার দেওয়া অতি ক্ষুদ্র 'মেসেজে' ।

একদিন হয়তো অলৌকিকভাবে হঠাৎ ভালবাসলে

 এই দুশ্চিন্তা মিথ্যা স্বপ্নে 

কেটে যায় প্রায় কয়েক বছর, 

তবুও শুধু তোমায় একান্তে ভালবেসেছি।

তোমার ভালোবাসার প্রনয়ের কাছে

‍ একতরফা! 

জীবন আমার হাস্যকর! 

 তোমার দুনিয়ার, নাট্টময় মঞ্চে।

 কবিতার ছন্দের পতন ঘটেছে, 

 জীবন অগোছালো! 

প্রেমের সঙ্গা নেই! 

তবুও তোমার, একবিন্দু ভালোবাসা নেই ।

‍আমি অদ্বিতীয়,

তোমার সামান্য ভালবাসার পথিক কত সত্য আমার প্রেম,

বোঝোনি তুমি সঠিক।

=এই মন তোমায় খুজে সারাক্ষণ, 

এই সুবিশাল পৃথিবীর ‍‍ প্রকৃতির মাঝে ভালোবেসে যাব তোমায় ততক্ষণ।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy