STORYMIRROR

Sanjoy Roy

Tragedy Thriller

3  

Sanjoy Roy

Tragedy Thriller

অবজ্ঞার প্রেম

অবজ্ঞার প্রেম

1 min
606

আমি হারিয়ে না গেলে, ততক্ষণ তুমি আমাকে 

খুজবে না,, 

আমি হারিয়ে না গেলে, সুবিশাল পৃথিবীতে তুমি আমায় বুঝবে না ।

তোমার হৃদয়ে এক প্রকান্ড আঘাত দিয়ে, বিলীন হবো বাতাষে মেঘে অন্তরালে, 

সব অহংকার চূর্ণ হবে, এক অভিশপ্ত স্বপ্নে হারিয়ে ।


কম্পিত হস্তে ভূ-ধরার মৃত্তিকার ফাটলে নুয়ে পড়বি মৃত্যুকে স্বাগত জানাতে 

ঘৃণিত লজ্জায় মুখ ঢ়াকবি, চিরচির ফাঁটল ভূ-পৃষ্ঠতে।

আমি অভিমানি,স্বাথন্যাশি, মৃত্যুকামিনি, 

আমি শিখন্ডিনী ।

অবজ্ঞার জ্বলন্ত অগ্নিকুন্ডে ধাক্কা দিয়ে তুমি এক অপমৃত্যুর হত্যাকারিণী ।।

      



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy