STORYMIRROR

Sanjoy Roy

Romance Classics

4  

Sanjoy Roy

Romance Classics

মায়াবী দৃষ্টি

মায়াবী দৃষ্টি

1 min
360

তুমি স্বপ্নেই থাকো

রাতের আকাশের উজ্জ্বল চন্দ্রিমা হয়ে, 

 তুমি স্বপ্নেই থাকো

 কল্পিত নববধূর বাঁশরের সজ্জিত প্রতিমা হয়ে। 


 প্রকৃতির আবহাওয়া পরিবর্তনের ঘ্রানে

তোমাকেও সাজিয়ে নেব কল্পিত কোন এক রসিক উপন্যাসে, 

হৃদয়ের সমস্ত বাক্যে

সাজিয়ে নেব তোমার প্রেম অবলা কথ্য প্রণয়ের

আশ্চর্যকর মায়াবী দৃষ্টিতে

বুঝিয়ে দিয়ে করবে তোমায় কায়েম ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance