STORYMIRROR

Sanjoy Roy

Classics

4  

Sanjoy Roy

Classics

মহাপৃথিবী

মহাপৃথিবী

1 min
230

আমি নশ্বর ঝঞ্জাল, 

অন্তিম লগ্নে ঈশ্বর চুরমার করবে জীবনের সব চঞ্চল।

আমি মৃত এক লাশ! 

পৃথিবীর সব মোহ একদিন করবে নাশ, 


আমি রাগের এক অগ্নিকুণ্ড

শ্মশানের দগ্ধ অগ্নিপিণ্ডে তুমি বরফের এক হিমশৈল! 

আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অসাধ্য ঐশ্বর্য

চিতার জলন্ত অগ্নিপৃষ্ঠে তুমি এক মৃত অশরীরী।


আমি মহা পৃথিবীর মাঝে ধনবান কুবের

 তুমি সে যাত্রায় নামহীন স্থানহীন পার্সেল এক মৃত শবের! 

আমি শেষ্ঠ খ্যাতিমান শাসক করেছি কত চুরমার

উত্তপ্ত চিতার আগুন তোমাকেও করবে গুরমার! 


  ~সঞ্জয় রায়


Rate this content
Log in

Similar bengali poem from Classics